প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১০:৪০ পিএম

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের ওরিয়েন্টেশন
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার দরগাহ গেইটস্থ শহীদ সোলেমান হলে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) সিলেট অঞ্চলের নবনির্বাচিত নেতাদের সাংগঠনিক যৌথসভা ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
ডিকেআইবি সিলেট অঞ্চলের সভাপতি সালিক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মনসুর আলম এবং মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার সুমা’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিকেআইবির কেন্দ্রীয় সভাপতি জিয়াউল হায়দার পলাশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিকেআইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব সৈয়দ জাহিদ হোসেন, বিশেষ অতিথি ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (সিলেট অঞ্চল) মো. মাসুদ বখত চৌধুরী, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট অঞ্চল) মোহাম্মদ রুহুল আমিন চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিকেআইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতিঅরুণ কান্তি রায়, ডিকেআইবি সিলেট জেলা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, ডিকেআইবি সিলেট অঞ্চলের সাবেক সাধারণ সম্পাদক এ আই এম সিরাজুল ইসলাম, ডিকেআইবি সিলেট অঞ্চললের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ, এএইও গোলাপগঞ্জ সিলেটের মোহাম্মদ মুজিবুর রহমান, সাবেক এএইও সিলেট সদর ইকবাল হোসেন ভূঁইয়া, চিনতা হরণ সুনামগঞ্জ সদর চৌধুরী, ডিকেআইবি সিলেট অঞ্চলের সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান ইরান, সাবেক এএইও মফিজ আলি, ডিকেআইবি সিলেট জেলা সভাপতি শাহিনুর রহমান শাহিন, ডিকেআইবি হবিগঞ্জের সভাপতি মোহাম্মদ তোফায়েল আহমদ, ডিকেআইবি মৌলভীবাজারের শ্যামল দত্ত প্রমুখ।
সভাপতি ডিকেআইবি কোম্পানিগঞ্জ উপজেলা শাখার সভাপতি উপসহকারী কৃষি অফিসার দিলওয়ার হুসেন।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























