আন্তর্জাতিক

ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলার প্রতিবাদে লন্ডনে সাংবাদিকদের সমাবেশ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পিএম

ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলার প্রতিবাদে লন্ডনে সাংবাদিকদের সমাবেশ

বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক দ্য ডেইলি স্টার ও প্রথম আলোতে সাম্প্রতিক হামলা এবং সাংবাদিকদের বিরুদ্ধে বাড়তে থাকা হুমকির প্রতিবাদে লন্ডনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে আয়োজিত এই সমাবেশে সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন।

লন্ডনে কর্মরত বাংলা ভাষাভাষী সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশে উক্ত দুই সংবাদমাধ্যমের ওপর সংঘটিত হামলা, ভাঙচুর ও সাংবাদিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা এসব ঘটনাকে নজিরবিহীন ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে বাংলাদেশের গণমাধ্যম ইতিহাসে একে “কালো দিন” হিসেবে উল্লেখ করেন।

সমাবেশে বক্তারা বলেন, দ্য ডেইলি স্টার ও প্রথম আলো দীর্ঘদিন ধরে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করে আসছে। এ কারণেই তারা পরিকল্পিত ভীতি প্রদর্শন ও সহিংসতার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে বক্তারা মন্তব্য করেন। তারা অবিলম্বে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সাবেক বিবিসি বাংলা সাংবাদিক উদয় শঙ্কর দাশ বলেন, অতীতেও বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলার ঘটনা ঘটেছে, তবে সাম্প্রতিক ঘটনাগুলো ভয়াবহ নতুন মাত্রা যোগ করেছে। তিনি বলেন, “গণতান্ত্রিক সমাজে মতভেদ থাকতেই পারে, কিন্তু সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়।”

কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা বলেন, এসব হামলা শুধু প্রতিষ্ঠান নয়, সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তাকেও মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে। তিনি একে রাষ্ট্রীয় ব্যবস্থার গুরুতর ব্যর্থতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুস সাত্তার বলেন, হামলা চালিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না। তিনি বলেন, “প্রবাসী বাংলাদেশিরা ঐক্যবদ্ধ। আমরা চাই না মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তি বাংলাদেশে আবার সক্রিয় হোক।”

সম্প্রচার সাংবাদিক ও লেখক বুলবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে সিনিয়র সাংবাদিক, মুক্তিযোদ্ধা, লেখক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন প্রথম আলো ইউকে প্রতিনিধি সাইদুল ইসলাম, নিলুফার হাসান, উর্মী মাজহার, আবু মুসা হাসান, মুক্তিযোদ্ধা লুকমান হোসেন, হামিদ মোহাম্মদ, আনসার আহমেদ উল্লাহ, সারওয়ার ই আলম, এ এস এম মাসুম, রূপী আমিন এবং এস এম তানভীর আহমেদ।

সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, লন্ডনের এই প্রতিবাদ সভা বাংলাদেশের সাংবাদিকদের প্রতি সংহতির প্রকাশ এবং স্বাধীন গণমাধ্যম রক্ষার দৃঢ় প্রত্যয়।

এদিকে, লন্ডন বাংলা প্রেস ক্লাব এক বিবৃতিতে বাংলাদেশে প্রথম আলো, দ্য ডেইলি স্টারসহ অন্যান্য গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, এসব ঘটনা প্রেস স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের জানার অধিকারের ওপর সরাসরি আঘাত, যা দেশের গণতান্ত্রিক অগ্রগতির জন্য গুরুতর হুমকি।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

মহামারীর পর থেকে উদ্বেগ এবং বিষণ্ণতার জন্য প্রতিবন্ধী ভাতার ব্যয় দ্বিগুণ হয়েছে

মহামারীর পর থেকে উদ্বেগ এবং বিষণ্ণতার জন্য প্রতিবন্ধী ভাতার ব্যয় দ্বিগুণ হয়েছে

মাস্ককে সমর্থন জানাতে লাল চকচকে টেসলা কিনলেন ট্রাম্প!

মাস্ককে সমর্থন জানাতে লাল চকচকে টেসলা কিনলেন ট্রাম্প!

নিউইয়র্কে সিলেটি পুলিশ কর্মকর্তা দিদারুলকে গার্ড অব অনারে শেষ বিদায়

নিউইয়র্কে সিলেটি পুলিশ কর্মকর্তা দিদারুলকে গার্ড অব অনারে শেষ বিদায়

নাইজেরিয়ায় সোনার খনি ধসে শতাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা

নাইজেরিয়ায় সোনার খনি ধসে শতাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন