আন্তর্জাতিক

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে আসছে কড়াকড়ি

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে আসছে কড়াকড়ি

যুক্তরাজ্যে স্থায়ী বসবাস (পার্মানেন্ট রেসিডেন্সি) সংক্রান্ত নিয়মে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করেছে দেশটির সরকার। নতুন নিয়মে আবেদনকারীদের সমাজ ও অর্থনীতিতে ইতিবাচক অবদান প্রমাণ করতে হবে—এমনটাই উঠে এসেছে খবরে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) লেবার পার্টির সম্মেলনে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই প্রস্তাব তুলে ধরবেন বলে জানা গেছে।

কী থাকছে নতুন নিয়মে:

  • সমাজ ও অর্থনীতিতে অবদান রাখতে হবে।

  • ফৌজদারি অপরাধে জড়িত না থাকা

  • সরকারি সুবিধার উপর নির্ভর না করা

  • উচ্চমানের ইংরেজি ভাষাজ্ঞান থাকতে হবে।

  • স্বেচ্ছাসেবামূলক কাজের রেকর্ড থাকতে হবে।

বর্তমানে পাঁচ বছর যুক্তরাজ্যে বৈধভাবে বসবাসের পর অধিকাংশ অভিবাসী ইনডেফিনিট লিভ টু রিমেইন (ILR) বা স্থায়ী বসবাসের আবেদন করতে পারেন। তবে সরকার এই নিয়মগুলো আরও কঠোর করার চিন্তা করছে। এ নিয়ে চলতি বছরের শেষ নাগাদ পরামর্শ প্রক্রিয়া শুরু করা হবে।

রাজনৈতিক প্রেক্ষাপট:

বিশ্লেষকরা বলছেন, অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকে-এর জনপ্রিয়তা মোকাবিলায় লেবার পার্টি এ ধরনের অবস্থান নিচ্ছে। নাইজেল ফারাজের নেতৃত্বাধীন দলটি ইতিমধ্যে পার্মানেন্ট রেসিডেন্সি বাতিল করে নবায়নযোগ্য পাঁচ বছরের কাজের ভিসা চালুর প্রস্তাব দিয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, রিফর্ম ইউকের গণ-নির্বাসনের নীতি ‘বর্ণবাদী’ এবং এটি দেশকে বিভক্ত করে দেবে।

তথ্যসূত্র: রয়টার্স

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

যুক্তরাজ্যে যৌন অপরাধে দণ্ডিত বিদেশিদের আশ্রয় নিষিদ্ধের উদ্যোগ

যুক্তরাজ্যে যৌন অপরাধে দণ্ডিত বিদেশিদের আশ্রয় নিষিদ্ধের উদ্যোগ

মিশিগানে বিমান বিধ্বস্ত, ৩ জন নিহত

মিশিগানে বিমান বিধ্বস্ত, ৩ জন নিহত

বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ‘প্রায়োরিটি ভিসা’ সেবা চালু

বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ‘প্রায়োরিটি ভিসা’ সেবা চালু

কুয়েত ইরানে আটকে থাকা বিদেশিদের জন্য সাত দিনের ট্রানজিট ভিসা অনুমোদন দিয়েছে

কুয়েত ইরানে আটকে থাকা বিদেশিদের জন্য সাত দিনের ট্রানজিট ভিসা অনুমোদন দিয়েছে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন