আন্তর্জাতিক

অনেকেই ড্রাইভিং পরীক্ষায় হাজির হচ্ছেন না, বাতিল হচ্ছে শত শত টেস্ট

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১ জুলাই ২০২৫, ০৫:৩৩ পিএম

অনেকেই ড্রাইভিং পরীক্ষায় হাজির হচ্ছেন না, বাতিল হচ্ছে শত শত টেস্ট

যুক্তরাজ্যের বিভিন্ন কেন্দ্রে শত শত মানুষ ড্রাইভিং পরীক্ষার জন্য বুকিং করেও পরীক্ষায় অংশ নিচ্ছেন না। সরকারি সংস্থা DVSA (Driver and Vehicle Standards Agency)-র দেওয়া তথ্য অনুযায়ী, ব্রিস্টলের অ্যাভনমাউথ ও কিংসউড কেন্দ্রে প্রতিদিন গড়ে অন্তত একজন করে পরীক্ষার্থী আসছেন না।
২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে:
কিংসউডে ৪৩৯টি পরীক্ষা হয়নি, প্রতি মাসে গড়ে ৩৭টি
অ্যাভনমাউথে ৩৪৪টি পরীক্ষা হয়নি, প্রতি মাসে গড়ে ২৯টি
এই দুই কেন্দ্রে পরীক্ষার্থীদের অনুপস্থিতির কারণে প্রায় ৩% পরীক্ষা বাতিল হয়েছে।
প্রার্থীদের দেরিতে আসার কারণে প্রতি মাসে গড়ে ৪টি পরীক্ষা বাতিল হয়েছে, এবং ৬টি পরীক্ষা বাতিল হয়েছে গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে।
অনেক শিক্ষার্থী বলছেন, নিজেদের শহরে ড্রাইভিং টেস্ট বুক করা কঠিন হয়ে গেছে। তারপরও প্রতিদিন অনেক পরীক্ষার্থী না আসায় সুযোগগুলো নষ্ট হচ্ছে।
পরিবহন সচিব হেইডি আলেকজান্ডার বলেন, “করোনা মহামারির সময় থেকে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছেন না, এবং এখনো পরীক্ষার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।”
এছাড়াও সমস্যা আরও বেড়েছে, কারণ কিছু কোম্পানি রোবট ব্যবহার করে পরীক্ষা বুক করছে এবং পরে সেগুলো বেশি দামে শিক্ষার্থীদের বিক্রি করছে।
সরকার জানিয়েছে, তারা অতিরিক্ত ড্রাইভিং টেস্ট আয়োজন করে সমস্যার সমাধানে কাজ করছে। আর শিক্ষার্থীদেরও প্রস্তুত না হলে পরীক্ষা না বুক করার জন্য উৎসাহিত করছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

ইংল্যান্ডে ৩০ বছরের মধ্যে প্রথমবার নতুন জলাধার নির্মাণের অনুমোদন

ইংল্যান্ডে ৩০ বছরের মধ্যে প্রথমবার নতুন জলাধার নির্মাণের অনুমোদন

৮৩ বছর বয়সী বৃদ্ধাসহ প্যালেস্টাইন অ্যাকশনের ২০ সমর্থক গ্রেপ্তার

৮৩ বছর বয়সী বৃদ্ধাসহ প্যালেস্টাইন অ্যাকশনের ২০ সমর্থক গ্রেপ্তার

সুদানে সন্ত্রাসী হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সুদানে সন্ত্রাসী হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

গুম, খুন ও ধর্ষণ বন্ধের দাবিতে লন্ডনে মানববন্ধন

গুম, খুন ও ধর্ষণ বন্ধের দাবিতে লন্ডনে মানববন্ধন

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন