আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ভিসাবিহীন প্রবেশ ঠেকাতে বিমান সংস্থার কর্মীদের প্রশিক্ষণ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৯:২৯ পিএম

যুক্তরাজ্যে ভিসাবিহীন প্রবেশ ঠেকাতে বিমান সংস্থার কর্মীদের প্রশিক্ষণ

যুক্তরাজ্যে বৈধ ভিসা ছাড়া কাউকে ফ্লাইটে ওঠা থেকে বিরত রাখতে ইউরোপের বিভিন্ন দেশের বিমান সংস্থার প্রায় ৯ হাজার কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি এই উদ্যোগকে “আরও নিরাপদ, আরও কার্যকর ও ডিজিটাল সীমান্ত ব্যবস্থার” অংশ হিসেবে উল্লেখ করেছেন।

প্রশিক্ষণ ও লক্ষ্য:
এই কর্মীরা এখন থেকে যাত্রীদের ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করবেন ফ্লাইটে ওঠার আগে। Wizz Air, Jet2 ও Lufthansa-সহ বহু এয়ারলাইন্সের কর্মীরা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণটি ৩৯টি দেশে পরিচালিত হচ্ছে, যার মধ্যে গ্রিস, মাল্টা, ইতালি ও আলবেনিয়ার মতো দেশও রয়েছে—যেগুলো অনিয়মিত অভিবাসনের জন্য পরিচিত রুট।

ETA ও ই-ভিসা সিস্টেম:
এই উদ্যোগ যুক্তরাজ্যের নতুন ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) এবং ই-ভিসা ব্যবস্থার অংশ। এসব পদ্ধতির মাধ্যমে অধিকাংশ ইউরোপীয় নাগরিকসহ সব যাত্রীকে যুক্তরাজ্যে প্রবেশের আগে ডিজিটালভাবে নিবন্ধন করতে হবে। এই ডিজিটাল সিস্টেম অভিবাসন নিয়ন্ত্রণ আরও জোরদার করবে বলে মনে করছে সরকার।

মানবাধিকার ও উদ্বেগ:
যদিও ব্রিটিশ এয়ারওয়েজ প্রশিক্ষণকে কার্যকর ও সহায়ক বলে প্রশংসা করেছে, তবুও বিভিন্ন মানবাধিকার সংগঠন আশঙ্কা করছে—এতে নিরীহ ও বৈধ ভ্রমণকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। কারণ, অনেক গুরুত্বপূর্ণ অভিবাসন সিদ্ধান্ত এখন বেসরকারি বিমান সংস্থার কর্মীদের ওপর নির্ভর করছে, যা স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন তুলছে।

সরকারের বক্তব্য ও পরিসংখ্যান:
পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি বলেন, “যথাযথ অনুমোদন ও নিবন্ধন ছাড়া কেউ বিমান ভ্রমণের চেষ্টা করলে তা সফল হবে না।”
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বিদ্যমান নিয়মে এখন পর্যন্ত ৩০,০০০ জনকে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হয়েছে, যার মধ্যে বিদেশি অপরাধীদের নির্বাসনে ১৪% এবং জোরপূর্বক প্রত্যাবাসনে ২৩% বৃদ্ধি দেখা গেছে।

আন্তর্জাতিক প্রচার:
ইউরোপীয় দেশগুলোর মধ্যে নতুন নিয়ম সম্পর্কে সচেতনতা তৈরিতে কূটনীতিকদের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। একইসঙ্গে ভ্রমণকারীদের জন্য একটি তথ্য প্রচারণাও শুরু হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

যুক্তরাজ্যে ভিসা জালিয়াতি করলে ১০ বছরের নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যে ভিসা জালিয়াতি করলে ১০ বছরের নিষেধাজ্ঞা

ব্রিটেনে প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার অনুমোদন

ব্রিটেনে প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার অনুমোদন

একটি ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ছয় দেশ

একটি ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ছয় দেশ

যুক্তরাজ্যে নবজাতক ছেলেদের শীর্ষ নাম দ্বিতীয় বছরেও ‘মুহাম্মদ’

যুক্তরাজ্যে নবজাতক ছেলেদের শীর্ষ নাম দ্বিতীয় বছরেও ‘মুহাম্মদ’

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন