প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৫:২৯ পিএম

২০২০ সাল থেকে যুক্তরাজ্যে আসা প্রায় ১৫ লাখ বিদেশি কর্মীকে স্থায়ী বসতির আবেদন করতে এখন ৫ বছরের বদলে ১০ বছর অপেক্ষা করতে হতে পারে। লেবার পার্টির প্রস্তাবিত নতুন অভিবাসন নীতির শ্বেতপত্রে এমনটাই উল্লেখ করা হয়েছে। যদিও এই পরিবর্তন বর্তমান আবেদনকারীদের ওপর প্রযোজ্য হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার জানিয়েছেন, এই বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করা হবে। প্রস্তাবটি কার্যকর হলে যেসব বিদেশি কর্মী এই বছর স্থায়ী বসতির জন্য যোগ্য হতেন, তাদের আরও পাঁচ বছর যুক্তরাজ্যে থাকতে হবে।
এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন লেবার এমপি ফ্লোরেন্স এশালোমি। তিনি বলেন, দক্ষিণ লন্ডনের তাঁর নির্বাচনী এলাকার অনেকেই এই অনিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন এবং কেউ কেউ যুক্তরাজ্য ছাড়ার কথাও ভাবছেন।
এই প্রস্তাবনা সরকারের অভিবাসন নীতিকে আরও কঠোর করার ইঙ্গিত দেয়, যা রক্ষণশীলদের আগের অবস্থান থেকেও এক ধাপ এগিয়ে। একইসঙ্গে লেবার দলের অভ্যন্তরেও সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ কেয়ার স্টারমারের ভাষা এবং অবস্থানকে অভিবাসনবিরোধী বলে আখ্যা দিয়েছেন।
উচ্চশিক্ষা খাত থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বলছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত কর এবং কাজের অনুমতির সময়সীমা কমানোর প্রস্তাব এই খাতের আর্থিক সংকটকে আরও গভীর করতে পারে।
এদিকে অনানুষ্ঠানিক অভিবাসন ঠেকাতে স্টারমার আলবেনিয়া সফরে যাচ্ছেন। সেখানে তিনি মানব পাচার রোধে আলোচনা করবেন। উল্লেখ্য, আলবেনিয়া থেকে ছোট নৌকায় আগমন ৯৫% কমে এসেছে একটি প্রত্যাবর্তন কর্মসূচির ফলে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























