ফিচার

বিশ্ব ধরিত্রী দিবস আজ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৪:১৪ পিএম

বিশ্ব ধরিত্রী দিবস আজ

আজ ২২ এপ্রিল, মঙ্গলবার—বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘বিশ্ব ধরিত্রী দিবস’ বা ‘ওয়ার্ল্ড আর্থ ডে’। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর এই দিনে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়ে আসছে দিবসটি। এবারের প্রতিপাদ্য—‘আমাদের শক্তি, আমাদের পৃথিবী’

বিশ্বব্যাপী পরিবেশ দূষণ, জীববৈচিত্র্য হ্রাস, বন উজাড়, প্লাস্টিক দূষণ ও অতিরিক্ত কার্বন নিঃসরণসহ নানা সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে এ দিবসটি পালন করা হচ্ছে।

দিবসটির সূচনা ঘটে ১৯৭০ সালে। যুক্তরাষ্ট্রের সিনেটর গে লর্ড নেলসনের উদ্যোগে প্রথমবারের মতো পরিবেশ সচেতনতা গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের প্রায় দুই কোটি মানুষ রাস্তায় নেমে এসেছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতায় দিনটি বিশ্ব ধরিত্রী দিবস হিসেবে স্বীকৃতি পায়।

বর্তমানে জাতিসংঘের সদস্যভুক্ত প্রায় ১৯৩টি দেশে দিবসটি উদ্‌যাপন করা হয়ে থাকে। বাংলাদেশও বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে হলে এখনই পরিবেশবান্ধব চিন্তা ও কর্মকাণ্ডে সকলকে সম্পৃক্ত করতে হবে। টেকসই উন্নয়ন ও নিরাপদ ভবিষ্যতের জন্য জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন ব্যক্তিগত ও সম্মিলিত উদ্যোগ।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিচার থেকে আরো

দুই মিনিটে ৯০ পাউন্ড রিকশা ভাড়া: লন্ডনে পর্যটক ঠকানো নিয়ে নতুন বিতর্ক

দুই মিনিটে ৯০ পাউন্ড রিকশা ভাড়া: লন্ডনে পর্যটক ঠকানো নিয়ে নতুন বিতর্ক

কেমন ছিল সত্তর দশকের নববর্ষ

কেমন ছিল সত্তর দশকের নববর্ষ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন