বিনোদন

সব কালো চক্রান্ত রক্ষা চান আরএস ফাহিম

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৮ অগাস্ট ২০২৫, ০৬:১৯ পিএম

সব কালো চক্রান্ত রক্ষা চান আরএস ফাহিম

জনপ্রিয় স্টান্ট রাইডার ও কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী বুধবার (২৭ আগস্ট) তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে নতুন করে আলোচনায় আসেন। স্ট্যাটাসে তিনি ছাত্র আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে নিজের অনুভূতি ও পরিস্থিতি তুলে ধরেন।

তিনি লেখেন,

  • মানবিকতার কারণে ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন এবং আহতদের পাশে দাঁড়িয়েছেন, যার জন্য দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।

  • নিজের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত ও মানহানির মুখে পড়েছেন, ‘রাজাকার’ ও ‘কিশোর গ্যাং চালানো’র মতো মিথ্যা অভিযোগ তার বিরুদ্ধে লাগানো হয়েছে।

  • দুই ধরণের ষড়যন্ত্র চলছে: একদল তাকে আন্দোলনের পক্ষ নেওয়ায় অপবাদ দিচ্ছে, অন্যদল পূর্বের ক্ষমতাসীন হিসেবে সন্দেহ করছে।

  • তিনি বিশ্বাস করেন, সব কালো চক্রান্ত থেকে তাকে আল্লাহ রক্ষা করবেন।

  • তিনি সবাইকে ভালো থাকার বার্তা দেন এবং বলেন, ভালোবাসাই তাকে রক্ষা করবে।

ফাহিম কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ঢাকায় উঠে আসেন। ২০১৫ সালে ইউটিউবে সাইকেল স্টান্ট ভিডিও দিয়ে তার যাত্রা শুরু হয়, এবং ধীরে ধীরে জনপ্রিয় বাইকার ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনোদন থেকে আরো

দেব-শুভশ্রীর মধ্যে কী ‘এমনি’ সম্পর্ক?

দেব-শুভশ্রীর মধ্যে কী ‘এমনি’ সম্পর্ক?

হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারের জামিন

হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারের জামিন

সালমান শাহকে হত্যা করা হয়েছিল: স্ত্রী-শাশুড়িসহ ১১ জনের নাম জবানবন্দিতে

সালমান শাহকে হত্যা করা হয়েছিল: স্ত্রী-শাশুড়িসহ ১১ জনের নাম জবানবন্দিতে

সীমান্তে টিকটক, মামা-ভাগনেকে ফেরত দিল বিএসএফ

সীমান্তে টিকটক, মামা-ভাগনেকে ফেরত দিল বিএসএফ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন