বিনোদন

দেব-শুভশ্রীর মধ্যে কী ‘এমনি’ সম্পর্ক?

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৫ অগাস্ট ২০২৫, ০৬:০৫ পিএম

দেব-শুভশ্রীর মধ্যে কী ‘এমনি’ সম্পর্ক?

নজরুল মঞ্চে ‘ধূমকেতু’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে চলে এল দুই প্রাক্তন প্রেমিক জুটি—দেব এবং শুভশ্রীর গাড়ির নম্বর! শুধু তাই নয়, সেই নম্বর মিল থেকে শুরু করে পুরনো সংলাপ—সব মিলিয়ে জমে উঠল এক ‘কাকতালীয় রহস্য’।

নায়ক দেবের গাড়ির শেষ চারটি সংখ্যা: ৪২৪২—যার যোগফল দাঁড়ায় । আর অন্যদিকে, শুভশ্রীর গাড়ির শেষ চারটি সংখ্যা: একটি এবং বাকি তিনটি , যোগফল তাও
দুই তারকার গাড়ির এই মিলন্তি যেন এক অদ্ভুত বার্তা বহন করছে!

অনুষ্ঠানে এই নিয়ে শুরু হয় আলোচনা। এক অনুরাগীর মন্তব্য, “দেব-শুভশ্রীর সম্পর্ক আজ অতীত হলেও, প্রকৃতি বুঝি এখনও তাঁদের মধ্যে এক অদৃশ্য যোগসূত্র রেখেছে।”

স্টেজে উঠে পুরনো এক সংলাপ ঘিরেও হাসির রোল। একটি ছবির দৃশ্যে শুভশ্রী বলেন, “আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে?” দেব জবাব দেন, “কেন?” — শুভশ্রীর উত্তর, “এমনি।”
আর ঠিক এই ‘এমনি’-ই সেই শব্দ, যা বারবার ঘুরেফিরে এসেছে দেবের সোশ্যাল মিডিয়ার পোস্টে। বছরের পর বছর, দেবের বহু ছবির ক্যাপশনে ছিল এই একটাই শব্দ: “এমনি”

অনুরাগীরা তাই আর দেরি করেননি—দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন। কেউ কেউ বলছেন, “সবই কাকতালীয় নয়, এর পিছনে অন্য কিছু থাকতে পারে!”

তবে দেব মজার ছলেই জানিয়ে দেন, ‘এমনি’ শব্দের ব্যবহার একান্তই তাঁর নিজস্ব ভঙ্গি, শুভশ্রীর জন্য নয়।

তবুও প্রশ্নটা থেকেই যায়:
সবটাই কি কাকতালীয়? না কি, এই মিল ‘এমনি’ এমনি-ই নয়?

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনোদন থেকে আরো

ইউরোপজুড়ে ব্যাপক ফ্লাইট বিঘ্ন: একদিনে ৪০০’র বেশি ফ্লাইট বিলম্ব ও বাতিল

ইউরোপজুড়ে ব্যাপক ফ্লাইট বিঘ্ন: একদিনে ৪০০’র বেশি ফ্লাইট বিলম্ব ও বাতিল

ফেসবুকে তারেক রহমানের আবেগঘন পোস্ট

ফেসবুকে তারেক রহমানের আবেগঘন পোস্ট

হিরো আলম হার্ট অ্যাটাকে আক্রান্ত

হিরো আলম হার্ট অ্যাটাকে আক্রান্ত

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, ককটেল বিস্ফোরণ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন