প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৪:২৫ পিএম

ইডেন কলেজের এক শিক্ষার্থীর করা অপহরণ ও ধর্ষণের মামলায় জামিন পেয়েছেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তার জামিন মঞ্জুর করেন।
এর আগে ১৯ জুন কারাগারে ওই শিক্ষার্থীর সঙ্গে ১০ লাখ টাকা কাবিনে বিয়ে করেন নোবেল। আদালতের নির্দেশে কারাফটকে বিয়ের আয়োজন করে কারা কর্তৃপক্ষ। বিয়ের পর আজ তার জামিন আবেদন করা হলে তা মঞ্জুর করা হয়।
গত ১৯ মে ডেমরা থানা পুলিশ নোবেলকে গ্রেপ্তার করে। পরদিন আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী মো. জসীম শুনানিতে বলেন, মামলার বাদী নোবেলের স্ত্রী এবং তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। পারিবারিক বিরোধ থেকেই হয়তো মামলা হয়েছে। আসামি বাদীর সঙ্গে সংসার করতে চান।
তবে আদালতের চাওয়া অনুযায়ী তখন বিয়ের কাগজপত্র দাখিল করতে না পারায় জামিন মেলেনি। এরপর থেকে নোবেল কারাগারেই ছিলেন।
মামলার অভিযোগে বলা হয়, ওই শিক্ষার্থীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে নির্যাতন ও ধর্ষণ করেন নোবেল। ১৯ মে মামলা দায়েরের রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com























