প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৪:১১ পিএম

জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির ফের আলোচনায়। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো।” এই মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তবে বিষয়টি আবেগের বশবর্তী হয়ে নয়, বরং সুপরিকল্পিত ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত বলেই দাবি করেছেন সালমান। এক সাম্প্রতিক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যক্তিগত আকাঙ্ক্ষা এবং দেশ নিয়ে দৃষ্টিভঙ্গি খোলামেলা ভাবে তুলে ধরেন।
সালমান বলেন, “আমার বড় হওয়ার শখ, স্বপ্ন অনেক। আমি বিশ্বাস করি, আল্লাহ যদি আমার সঙ্গে থাকেন, আমি আরও বড় হব ইনশাআল্লাহ।”
দেশ নিয়ে নিজের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “আমি এখন বাংলাদেশে থাকি, তাই দেশের কথা বলি। কিন্তু যখন দেশের বাইরে থাকব, তখন আর সেই অধিকারটুকু থাকবে না, সুতরাং তখন দেশের বিষয়ে আর কিছু বলব না।”
দেশ ছাড়ার সিদ্ধান্ত দীর্ঘদিনের পরিকল্পনারই অংশ উল্লেখ করে সালমান বলেন, “আমি অনেক আগেই বলেছি—যেদিন আমার শখ আর স্বপ্ন পূরণ হবে, সেদিন দেশ ছাড়ব। এটা নতুন কিছু নয়।”
বিদেশে যাওয়ার পেছনে বাস্তব কারণ তুলে ধরে তিনি বলেন, “এখানে কোনো আবেগ নেই। বাস্তবতা হচ্ছে, বাইরের দেশে পরিবার গড়ে তোলা, পরিবেশ এবং জীবনমান অনেক উন্নত। ছোটবেলা থেকেই আমার বিদেশ যাওয়ার ইচ্ছা ছিল। আমি অবশ্যই যাব। তবে দেশের জন্য কিছু করার সুযোগ থাকলে, তা বাইরে থেকেও করতে পারব।”
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























