বিনোদন

স্ত্রী রিয়ামনিকে জীবনে থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিরো আলমের

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৫:০৪ পিএম

স্ত্রী রিয়ামনিকে জীবনে থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিরো আলমের

দেশীয় কনটেন্ট ক্রিয়েটর ও আলোচিত সামাজিক ব্যক্তিত্ব আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, তার পালক পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সেইসঙ্গে, জীবনের এই সংকটময় মুহূর্তে পাশে না থাকার কারণে স্ত্রী রিয়ামনিকে সম্পর্ক থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

গত মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুর রাজ্জাক, যিনি শৈশব থেকেই হিরো আলমের অভিভাবকের দায়িত্ব পালন করে আসছিলেন। হিরো আলমের প্রকৃত পিতা মারা যান ২০১৭ সালে।

পালক পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হিরো আলম বলেন, “এই মুহূর্তে আমি কিছু বলতে চাই না, যা বলার ছিল তা আমি আমার ফেসবুক পেজে জানিয়েছি। সবাই আমার বাবার আত্মার শান্তির জন্য দোয়া করবেন।”

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, স্ত্রী রিয়ামনি তার বাবার অসুস্থতার সময় পাশে ছিলেন না। তিনি অভিযোগ করেন, “বাবা হাসপাতালে ছিলেন, অথচ সে বিভিন্ন জায়গায় নাচ-গানে ব্যস্ত ছিল। এমনকি তার পরিবারের কেউও বাবাকে দেখতে আসেনি।”

তিনি আরও লিখেছেন, “রিয়ামনিকে আমি ভালো পথে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু সে নিজেকে পরিবর্তন করতে পারেনি। খুব শিগগিরই মানুষ বুঝতে পারবে, সে আসলে কেমন।”

উল্লেখ্য, একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামনির সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে হিরো আলমের, যা পরবর্তীতে প্রেমে পরিণত হয়। এই সম্পর্কের কারণে হিরো আলমের দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহান তাকে ডিভোর্স দেন। এরপর তিনি রিয়ামনিকে বিয়ে করেন এবং একাধিক প্রজেক্টে একসঙ্গে কাজ করেছেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনোদন থেকে আরো

মালাইকা অরোরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

মালাইকা অরোরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

স্বামীর বিরুদ্ধে মামলা করলেন সানাই

স্বামীর বিরুদ্ধে মামলা করলেন সানাই

মেসির সফর ঘিরে কলকাতায় তীব্র বিশৃঙ্খলা, আয়োজক কমিটির প্রধান আটক

মেসির সফর ঘিরে কলকাতায় তীব্র বিশৃঙ্খলা, আয়োজক কমিটির প্রধান আটক

মাজার থেকে ফিরে পরিবারের কাছে সমু চৌধুরী

মাজার থেকে ফিরে পরিবারের কাছে সমু চৌধুরী

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন