প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৫:৪২ পিএম

আগামী বৃহস্পতিবার (২৬ জুন) থেকে সিলেটসহ সারাদেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা।
এ বছর সারা দেশে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন, যা গত বছরের তুলনায় প্রায় ৮১ হাজার ৮৮২ জন কম।
সিলেটে বড় হারে পরীক্ষার্থী কমেছে
সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এবার ৬৯ হাজার ৬৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে, যা ২০২৪ সালের তুলনায় ১৩ হাজার ৪৮২ জন কম।
তবে পরীক্ষার্থী কমলেও প্রতিষ্ঠান বেড়েছে। এবার ৩২২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে, যা আগের বছরের চেয়ে বেশি।
কেন কমছে পরীক্ষার্থী?
সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী জানান,
অনেক কলেজে এইচএসসি শ্রেণিতে ভর্তি কম হয়েছে
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহ বেড়েছে
গত বছরের ভালো ফলাফলের কারণে অনেক শিক্ষার্থী আগেই কলেজ শেষ করে ভিন্ন পথে গেছে
তিনি বলেন, এতে পাশের হার বা শিক্ষার মানে নেতিবাচক প্রভাব পড়বে না।
কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে ১৫ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সাম্প্রতিক এক বৈঠকে প্রশ্নফাঁস রোধ, নকলমুক্ত পরিবেশ এবং সার্বিক নিয়ন্ত্রণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























