অর্থনীতি

কমেছে চালের দাম

Icon

Newsdesk

প্রকাশ: ২ মে ২০২৫, ১২:৪৮ পিএম

কমেছে চালের দাম

কমেছে চালের দাম

দীর্ঘদিন পর চালের বাজারে একটু স্বস্তি ফিরেছে। কমতে শুরু করেছে দাম। ইরি-বোরো ধানের চাল আসায় মিনিকেটের দাম নিম্নমুখী বলে জানান ব্যবসায়ীরা। শুক্রবার (২ মে) রাজধানীর বিভিন্ন বাজারে চিত্র এ কথা বলে। জানা গেছে, নতুন মিনিকেট চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৪ থেকে ৮০ টাকায়। যেখানে পুরোনো একই চালের দাম ৭৮ থেকে ৮৮ টাকা পর্যন্ত। সে হিসাবে চালের দাম কেজিপ্রতি প্রায় ৪ থেকে ৮ টাকা কমেছে।চাল ব্যবসায়ীরা বলেন, নতুন চালের দাম প্রতি বস্তায় (২৫ কেজি) ১০০ থেকে ২০০ টাকা কমেছে। এখন প্রতি বস্তা মিনিকেটের দাম ২০০০ টাকার মধ্যে এসেছে, যা আগে ২২০০ টাকা পর্যন্ত উঠেছিল।তারা আরও জানান, বাজারে প্রচলিত প্রায় সব ব্র্যান্ডের মিনিকেট চালের দামই কমেছে। তবে পুরোনো কোনো চালের দাম এখনো কমেনি।এদিকে, বাজারে মোটা চাল ৫৮ থেকে ৬২ টাকা, মাঝারি চালের দাম ৬৪ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি সরু নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকার মধ্যে।বিক্রেতারা জানিয়েছেন, দীর্ঘদিন পর বাজারে চালের দাম কমছে। গত বছরের শুরুতে বন্যার কারণে চালের দাম বেড়েছিল, এরপর বছরখানেক প্রায় চড়া ছিল বাজার। এবার বোরো ধানের উৎপাদন ভালো হয়েছে, ফলে বাজারে চালের দাম আরও কিছুটা কমতে বলে মনে করছেন তারা।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অর্থনীতি থেকে আরো

কমছে রেমিট্যান্স ডলারের দাম, স্থিতিশীল রপ্তানি ও কম চাহিদাই কারণ

কমছে রেমিট্যান্স ডলারের দাম, স্থিতিশীল রপ্তানি ও কম চাহিদাই কারণ

১২ কেজি এলপিজির দাম কমলো ২৮ টাকা

১২ কেজি এলপিজির দাম কমলো ২৮ টাকা

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের ওরিয়েন্টেশন

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের ওরিয়েন্টেশন

হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি সিলেটের খাদ্য সামগ্রী বিতরণ

হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি সিলেটের খাদ্য সামগ্রী বিতরণ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন