রাজশাহী

‘হাতে সময় নেই, টাকা না দিলে মরতে হবে’ — নওগাঁয় যুবককে হুমকির চিঠি

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৪:১৯ পিএম

‘হাতে সময় নেই, টাকা না দিলে মরতে হবে’ — নওগাঁয় যুবককে হুমকির চিঠি

নওগাঁর রাণীনগর উপজেলায় এক যুবকের বাড়ির বারান্দায় রেখে অজ্ঞাত ব্যক্তিরা হুমকির চিঠি দিয়েছে। চিঠিতে তাকে ৫০ হাজার টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার দুর্গাপুর খানপাড়া গ্রামে। হুমকিপ্রাপ্ত যুবক মোকাদ্দেস হোসেন খান সঞ্চয়, মৃত মোতাহার হোসেন খানের ছেলে।

বুধবার (২৯ অক্টোবর) ভোরে সঞ্চয়ের বাড়ির বারান্দায় চিঠিটি পাওয়া যায়। তাতে লেখা ছিল— “আমাদের হাতে সময় নেই। ৫০ হাজার টাকা না দিলে রাজুর মতো তোমাকে মরতে হবে। আগামী ৫ তারিখের মধ্যে টাকা দিতে হবে, ভুল যেন না হয়।”

চিঠিতে আরও উল্লেখ করা হয়, নির্দিষ্ট তারিখে রাত ২টা থেকে ৩টার মধ্যে টাকা একটি ব্যাগে করে বাড়ির গেটের সিঁড়ির পূর্ব পাশে রাখতে হবে। অন্যথায় পরিণতি ভয়াবহ হবে বলেও সতর্ক করা হয়।

ভুক্তভোগী সঞ্চয় বলেন, “ভোরে ঘুম থেকে উঠে দেখি বারান্দায় একটি খাম পড়ে আছে। খুলে দেখি হুমকির চিঠি। কে বা কারা গ্রিলের ভেতর দিয়ে ফেলে গেছে বুঝতে পারিনি। বিষয়টি স্থানীয়দের জানিয়ে পরে প্রশাসনকে অবহিত করেছি।”

স্থানীয়দের দাবি, এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। কারণ, একই এলাকায় ২০০৫ সালে রাজু নামের এক যুবককে হত্যার ঘটনাও ঘটেছিল বলে তারা উল্লেখ করেন।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান জানান, “বিষয়টি মৌখিকভাবে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজশাহী থেকে আরো

কুকুরছানা হত্যায় গ্রেপ্তার নারীর সঙ্গে কারাগারে ২ বছরের শিশু

কুকুরছানা হত্যায় গ্রেপ্তার নারীর সঙ্গে কারাগারে ২ বছরের শিশু

বিড়ালের গলা কেটে হত্যার ঘটনায় নারীর বিরুদ্ধে জিডি

বিড়ালের গলা কেটে হত্যার ঘটনায় নারীর বিরুদ্ধে জিডি

ঘাতক ট্রাক কেড়ে নিল ভ্যানচালকের প্রাণ

ঘাতক ট্রাক কেড়ে নিল ভ্যানচালকের প্রাণ

বগুড়ায় তারেক রহমানের ব্যবহৃত বাড়ির সংস্কারকাজ শুরু

বগুড়ায় তারেক রহমানের ব্যবহৃত বাড়ির সংস্কারকাজ শুরু

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন